ইরানের ইয়াজিদে পাকিস্তানি তীর্থযাত্রীদের বহনকারী একটি বাস দুর্ঘটনার কবলে পড়েছে। এতে অন্তত ২৮ জন নিহত ও ২০ জন আহত হয়েছে। বুধবার ইরানের স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে জিও নিউজ।
প্রতিবেদনে বলা হয়েছে, তাফতান-দেহশির চেক পয়েন্টের কাছে দুর্ভাগ্যজনক বাসটি উল্টে আগুন ধরে যায়।
জানা গেছে, তাফতান-দেহশির চেক পয়েন্টের কাছে দুর্ঘটনার কবলে পড়ে বাসটিতে ৫৩ জন যাত্রী ছিল। পুলিশ ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ ও আহতদের হাসপাতালে পাঠায়।
এদিকে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি মাওলানা কামার আব্বাস নকভি দাবি করেছেন, দুর্ঘটনায় নিহতদের সংখ্যা ৩৫। পরে ডনসহ আরো বেশ কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, নিহতের সংখ্যা বেড়ে তা অন্তত ৩৫ জন।