আন্তর্জাতিক ডেস্ক :
রাশিয়ার সঙ্গে যুদ্ধের মধ্যেই ইউক্রেনের মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল শুরু হয়েছে। যার ফলে অন্তত ৬ জন মন্ত্রী পদত্যাগ করেছেন এবং প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সহকারী বরখাস্ত হয়েছেন।
এ পরিবর্তনগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো কৌশলগত শিল্প মন্ত্রী ওলেক্সান্দ্র কামিশিনের পদত্যাগ, যিনি মূলত অস্ত্র উৎপাদনের দায়িত্বে ছিলেন।
আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, এ বিষয়ে ওলেক্সান্দ্র জানান, তিনি ইউক্রেনের প্রতিরক্ষা ক্ষেত্রে অন্য একটি ভূমিকা নেওয়ার প্রত্যাশা করছেন।
পদত্যাগকারী অন্য মন্ত্রীদের মধ্যে রয়েছেন- উপ-প্রধানমন্ত্রী ওলহা স্তেফানিশিনা, ন্যায়বিচার মন্ত্রী, পরিবেশ মন্ত্রী এবং পুনঃএকীকরণ মন্ত্রী।
এছাড়াও ইউক্রেনের স্টেট প্রপার্টি ফান্ডের প্রধান ভিটালি কোভালও পদত্যাগ করেছেন।
বড় ধরনের এ রাজনৈতিক পরিবর্তনের ফলে ইউক্রেনীয় মন্ত্রিসভার প্রায় এক-তৃতীয়াংশ পদ এখন শূন্য।
২০১৯ সালে নির্বাচিত প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গত সপ্তাহেই অবশ্য ইঙ্গিত দিয়েছিলেন যে, তিনি একটি বড় ধরনের মন্ত্রিসভার পুনর্গঠন পরিকল্পনা করছেন। প্রেসিডেন্টের নিয়মিত সান্ধ্য ভাষণে তিনি এ পরিবর্তনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। সূত্র: মেহের নিউজ