খবর সবসময় প্রতিবেদন :
প্রধান নির্বাচন কমিশনসহ নির্বাচন কমিশনের পদত্যাগ প্রসঙ্গ টেনে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেছেন, পদত্যাগী নির্বাচন কমিশনের বিচার করতে হবে। অবৈধ নির্বাচনের হোতা নুরুল হুদা কমিশনের বিচার করতে না পারলেও তার কবরে ঝাড়ু ঝুলিয়ে বিচার করা হবে।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের আয়োজনে ‘আগামীর বাংলাদেশ- যুব সমাজের প্রত্যাশা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফয়জুল করিম বলেন, বিগত বাংলাদেশ কেমন ছিল, তার উপর নির্ভর করবে আগামীর বাংলাদেশ কেমন হবে? এখানে মূল কথা হচ্ছে নীতি ও আদর্শ। সুপ্রিমকোর্টের সম্পূর্ণ বেঞ্চ সরকার পরিবর্তনের পরে পদত্যাগ করাকে আপনি কি ভাববেন।
তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ দায়িত্বশীলরা পদত্যাগ করাকে কি বলা যাবে। অতীতের বিভিন্ন অভিযোগে অভিযুক্ত বিএনপিকে যদি ক্ষমতায় আনা হয় তবে আর নতুন বাংলাদেশ কেমন হবে? ৫ আগষ্টের পরে যে চাঁদাবাজ, দখলদারিত্ব চালিয়েছে তাদেরকে ক্ষমতায় আনলে কি হবে। দেশের সর্বত্র দুর্নীতিতে নিমজ্জিত। বাংলাদেশ ব্যাংকের গভর্ণরের ভাষ্য অনুযায়ী এমন অর্থনৈতিক বিশৃঙ্খলা আর হয়নি।
ফয়জুল করিম বলেন, ইসলামী দল ক্ষমতায় আসলে সবার অধিকার প্রতিষ্ঠিত হবে। ধর্ম, বর্ন নির্বিশেষে নিচের থেকে ওপরের পর্যায়ে মানুষের অধিকার ও নিরাপত্তা থাকবে। গরীব দেশের ডিসি, এসপির পেছনে যে অর্থ ব্যয় হয়, তাতে তারা মনে করে দেশ গরীব নেই। আমাদের মূল লক্ষ্য থেকে দূরে সরে গেছি। বাজেটের বৃহৎ অর্থ যায় রাষ্ট্রের কর্মচারীদের বেতন ভাতার পেছনে। বাজেটের অর্থ জনগণের কল্যাণে কম অর্থ ব্যয় হয়। আদর্শ ও নীতি অনুযায়ী আমরা চললে বাংলাদেশ হবে শ্রেষ্ঠ দেশ। আমার দেশের মেধাবীদের মর্যাদা দেওয়া হয় না।
ইসলামী আন্দোলনের এই সিনিয়র নেতা বলেন, আজকের মিথ্যা মামলা, চাঁদাবাজি, জুলুম অত্যাচার হোক তা আমরা চাই না। আওয়ামী লীগ করার কারণে নিরপরাধ কারো নামে মিথ্যা মামলা হোক তা চাই না। সাধারণ জনগণের চেয়ে সরকারি কর্মচারীরা কোনো ভাবে অতিরিক্ত কিছু পেতে পারবে না। বিধবা, মিসকিন এতিমদের কোন টাকার অপচয় হোক এটা আমরা চাই না। পিআর সিস্টেম এ নির্বাচন করলে ভালো কিছু মানুষ রাষ্ট্র পরিচালনায় আসতে পারবে। যারা চুরি করেছে তাদেরকে রাষ্ট্র পরিচালনা ও রাজনীতিতে নিষিদ্ধ করতে হবে।
ইসলামী যুব আন্দোলনের সভাপতি মাওলানা মো. নেছার উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারী জেনারেল মুফতী মানসুর আহমদ সাকীর পরিচালনায় গোলটেবিল বৈঠকে আলোচনা অংশ নেন মালয়েশিয়া প্রবাসী রাজনৈতিক বিশ্লষক ড. ফায়জুল হক, অর্থনীতির গবেষক আবদুল্লাহ মাসুদ, মিডিয়া ব্যক্তিত্ব শাহ ইফতেখার আহসান তারেক, বিকল্প যুব ধারা সভাপতি আসাদুজ্জামান বাচ্চু, বাংলাদেশ যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাদিম হাসান, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মুফতী রেজাউল করীম আবরার, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা শামসুদ্দোহা আশরাফী, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাইমেন ফারুকী প্রমুখ।