1. khaborsobsomoy@gmail.com : admin :
  2. ithostseba20@gmail.com : sonia aktar : sonia aktar
২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ| ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| রাত ৪:১৮|

যেভাবে ৯০০ গোলের চূড়ায় রোনালদো

Reporter Name
  • Update Time : শনিবার, সেপ্টেম্বর ৭, ২০২৪,
  • 39 Time View

 স্পোর্টস ডেস্ক :

ক্রিস্টিয়ানো রোনালদো। ফুটবল দুনিয়ার এক ধ্রুবতারার নাম। ইউরোপীয় ফুটবলের রঙিন দুনিয়া ছেড়ে এখন আরব্য রজনীতে ফুটবল নিয়ে কারিকুরি দেখান এই পর্তুগিজ তারকা। বয়সের হিসাবে ৩৯ পেরিয়ে হাঁটছেন ৪০ এর দিকে। অথচ তার গোলের নেশা এতটুকু কমেনি। বৃহস্পতিবার রাতে পর্তুগালের হয়ে নেশনস লিগে ক্যারিয়ারের ৯০০তম গোল করেছেন তিনি।

রোনালদোর অবশ্য ৯০০ গোলে থামার কোনো পরিকল্পনা নেই। আগেই বলে দিয়েছেন হাজার গোলের অবিশ্বাস্য মাইলফলক ছুঁতে চান। সে লক্ষ্যে রোনালদো সফল হবেন কিনা, তার উত্তর সময়ের কাছে তোলা থাক। আপাতত চলুন দেখে নেওয়া যাক, কীভাবে ৯০০ গোল যুক্ত হলো তার নামের পাশে…

কার হয়ে কত গোল

ক্যারিয়ারে এখন পর্যন্ত ১২৩৬ ম্যাচ খেলেছেন রোনালদো। ২০০২ সালের ৭ অক্টোবর নিজের পঞ্চম ম্যাচে পেশাদার ক্যারিয়ারের প্রথম গোল পান রোনালদো। জোড়া গোল করে সেদিন বিশ্বকে জানান দেন, গোলের পসরা সাজাতে তিনি তৈরি। ক্যারিয়ারে সবচেয়ে বেশি ৪৫০ গোল করেছেন স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের জার্সিতে।

দুই মেয়াদে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে তার গোল ১৪৫টি। জাতীয় দলের জার্সিতে তার গোল সংখ্যা ১৩১। জুভেন্টাসের হয়ে ইউরোপে সাফল্য না পেলেও গোল করেছেন ১০১টি। এ ছাড়া ৬৮ গোল করেছেন আল নাসরের হয়ে এবং ৫ গোল করেছেন কৈশোরের ক্লাব স্পোর্টিং লিসবনের হয়ে।

গোলের ‘মৌসুম’

রোনালদো ২০১১-১২ মৌসুমে ক্যারিয়ার-সর্বোচ্চ ৬৯ গোল করেছিলেন। সেবার রিয়ালের হয়ে ৬০ গোল করা পর্তুগালের হয়ে লক্ষ্যভেদ করেছেন ৯ বার।

রোনালদোর সঙ্গীই নয়, বহুমুখী প্রতিভার অধিকারী এক তারকা জর্জিনা

গোলের ‘উৎস’

রোনালদো মূলত ডান পায়ের ফুটবলার হিসেবে পরিচিত। ৯০০ গোলের মধ্যে ৫৭৪ গোলই এসেছে তার ডান পায়ে। অপেক্ষাকৃত দুর্বল বাঁ পায়ে রোনালদোর গোল ১৭৩টি। আর হেডে গোল পেয়েছেন ১৫১টি।

‘প্রিয়’ প্রতিপক্ষ

রোনালদোর সবচেয়ে পছন্দের প্রতিপক্ষ স্প্যানিশ ক্লাব সেভিয়া। এই দলটির বিপক্ষে তার গোল ২৭টি। রিয়াল মাদ্রিদের নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে তার গোল ২৫টি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 bdnews theme