রোববার (৮ সেপ্টেম্বর) দুপুরে নগরীর সদর রোডে এ বিক্ষোভ হয়। এ সময় প্যাডেল রিকশাচালকরা তাদের আয়ের মাধ্যম সচল রাখতে সদর রোডে ব্যাটারিচালিত রিকশা বন্ধের দাবি তোলেন।
প্যাডেল চালিত রিকশা চালকরা বলেন, প্যাডেল রিকশা বরিশাল নগরীর ইতিহাস ঐতিহ্য বহন করে। কিন্তু বর্তমানে ব্যাটারিচালিত রিকশার দৌরাত্ম্যে সদর রোডে প্যাডেল রিকশা চালানো অসম্ভব হয়ে গেছে। দ্রুত গতির ব্যাটারিচালিত রিকশায় অহরহ দুর্ঘটনা ঘটছে। তারপরও প্রশাসন অবৈধ গাড়ি বন্ধে কোনো উদ্যোগ নিচ্ছে না।
তারা আরও বলেন, এই অবৈধ রিকশা প্রথম নগরীর রাস্তায় নামার সময় ১০টি প্রধান সড়কে চলাচল করবে না বলে সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু ব্যাটারিচালিত রিকশাচালকরা তা মানছে না। তারা সব সড়কে প্রবেশ করে যাত্রী পরিবহণ করায় প্যাডেল চালিত রিকশাচালকরা যাত্রী পাচ্ছে না। তাই অবিলম্বে অন্তত সদর রোডে অবৈধ রিকশা বন্ধে উদ্যোগ নিতে হবে। নয়তো লাগাতার আন্দোলনের মধ্য দিয়ে দাবি আদায় করা হবে বলে জানান বিক্ষুব্ধরা।