স্পোর্টস ডেস্ক:
সদ্য শেষ হওয়া সিরিজে পাকিস্তানকে তাদের ঘরের মাঠে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ ক্রিকেট দল। গত ২৪ বছর পর পাকিস্তানকে টেস্টে প্রথম হারানোর পাশাপাশি দুই ম্যাচের সিরিজেও পরাজিত করে টাইগাররা।
পাকিস্তানের মাঠে টাইগারদের ঐতিহাসিক সিরিজ জয়ে অভিনন্দন জানিয়েছেন ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী।
তিনি বলেছেন, ‘পাকিস্তানে গিয়ে বাবর আজমদের হারানো সহজ ব্যাপার নয়। তাই সিরিজ জয়ের জন্য বাংলাদেশকে শুভেচ্ছা।’
সংবাদ সংস্থা পিটিআইকে সৌরভ জানিয়েছেন, পাকিস্তানের বর্তমান দলকে দেখে তিনি চিনতে পারছেন না। বাবর আজমদের ক্রিকেটের মান অনেক নীচে নেমে গেছে।
ভারতীয় সাবেক এই অধিনায়ক আরও বলেছেন, ‘আমি পাকিস্তানে প্রতিভার অভাব দেখতে পাচ্ছি। পাকিস্তানের কথা ভাবলেই জাভেদ মিয়াঁদাদ, ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস, সাঈদ আনোয়ার, মোহাম্মদ ইউসুফ, ইউনিস খানদের কথা মনে পড়ে। ওরা এখন সাবেক। চাইলেও ওরা এখন দলকে জেতাতে পারবে না। প্রত্যেক প্রজন্মে ভালো ক্রিকেটার দরকার।
ভারতীয় এই কিংবদন্তি আরও বলেন, সবশেষ ওয়ানডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং সদ্য শেষ হওয়া বাংলাদেশ-পাকিস্তান সিরিজ দেখে প্রমাণিত, পাকিস্তানে এখন আর সেভাবে প্রতিভা উঠে আসছে না। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) উচিত এই দিকে নজর দেওয়া।