বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ক্ষতিগ্রস্ত হওয়ার এক মাসের বেশি সময় পর রোববার সকালে ফের চালু হয়েছে মেট্রো ট্রেন।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির (ডিএমটিসিএল) পরিচালক (অপারেশনস) নাসির উদ্দিন ইউএনবিকে বিষয়টি জানিয়ে বলেন, সকাল সাতটা ১০ মিনিটে উত্তরা স্টেশন থেকে মেট্রো ট্রেন ফের চলাচল শুরু হয়।
তিনি জানান, এখন থেকে আগের সূচি অনুযায়ী চলবে মেট্রো ট্রেন, তবে অনিবার্য কারণবশত মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশন বন্ধ থাকবে।
শিক্ষার্থীদের নেতৃত্বে আন্দোলনের মধ্যে গত ১৮ জুলাই অগ্নিসংযোগ ও ভাঙচুরের পর মেট্রো ট্রেন চলাচল বন্ধ করা হয়।
গত ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর দায়িত্ব নেয়া অন্তর্বর্তী সরকার ১৭ আগস্টের মধ্যে ক্ষতিগ্রস্ত স্টেশন বাদে বাকিগুলোতে মেট্রোরেলের কার্যক্রম শুরু করতে ডিএমটিসিএলকে নির্দেশনা দেয়, তবে মেট্রোরেলের কর্মীরা গত ৬ আগস্ট থেকে কর্মবিরতি শুরু করলে এ প্রক্রিয়া পিছিয়ে যায়।
মেট্রোরেলের কর্মীরা গত ২০ আগস্ট দায়িত্ব ফিরলে মেট্রো ট্রেন চলাচল শুরুর পথ প্রশস্ত হয়।