1. khaborsobsomoy@gmail.com : admin :
  2. ithostseba20@gmail.com : sonia aktar : sonia aktar
২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ| ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| রাত ১০:১৮|

অন্তর্বর্তী সরকারকে সময় দেওয়ার সিদ্ধান্ত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, আগস্ট ২০, ২০২৪,
  • 69 Time View

নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।

তবে সরকারের অগ্রাধিকার ভিত্তিতে রাষ্ট্র সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত বলে মনে করছে দলটির স্থায়ী কমিটি। সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে অন্তর্বর্তী সরকারের বিষয়ে দলটির এমন মনোভাবের কথা জানা গেছে। এছাড়া পিলখানা হত্যাকাণ্ডের পুনঃতদন্ত চেয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিটির দাবি তোলারও সিদ্ধান্ত হয়।

পাশাপাশি ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনে কোনো ধরনের উচ্ছ্বাস দেখাতে চায় না বিএনপি। বরং ছাত্র আন্দোলনে যেসব ছাত্র-জনতার মৃত্যু হয়েছে তাদের প্রতি সম্মান দেখানো যায় এমন কর্মসূচি পালনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে দলটি।

স্থায়ী কমিটির একজন সদস্য যুগান্তরকে বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন ও সহযোগিতা অব্যাহত রাখা হবে। তাদের কোনো কাজের বিষয়ে নেতিবাচক মন্তব্য করা হবে না।

বৈঠক সূত্র জানায়, অন্তর্বর্তী সরকার গঠনের আগে সরকারকে ৩ মাসের মধ্যে নির্বাচন দেওয়ার দাবি করলেও এখন সেই অবস্থান থেকে সরে এসেছে দলটি। বৈঠকে সিদ্ধান্ত হয়, সরকারকে সময় দেবে দলটি। তবে সেই সময়টা কতদিন তা ঠিক করেনি বিএনপি।

বৈঠকে নেতারা বলেন, নির্দিষ্ট সময় দেওয়া ঠিক হবে। পরিস্থিতি অনুযায়ী সময় ঠিক করতে হবে। স্থায়ী কমিটির একজন নেতা বলেন, সরকারকে অগ্রাধিকার ভিত্তিতে সরকারের রাষ্ট্র সংস্কার করা উচিত। এটি একটি চলমান প্রক্রিয়া। তাই সব সেক্টরে হাত না দিয়ে গুরুত্বপূর্ণ খাতে সংস্কার করতে হবে। বিএনপি এই মুহূর্তে সরকারকে দ্রুত সময়ে নির্বাচনের দাবি জানাবে। সরকারকে সমর্থন ও সহযোগিতার আশ্বাস থাকবে তাদের বক্তব্যে।

রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক হয়। এতে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই প্রথম বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সরকার গঠন ও তাদের কার্যক্রম নিয়ে বিশদ আলোচনা হয়। শুরুতে নতুন দুই সদস্য, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ও অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেনকে অভিনন্দন জানানো হয়।

সোমবার এক অনুষ্ঠানে শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে এই অন্তর্বর্তী সরকার এসেছে। তাদের প্রধান কাজ হচ্ছে, একটি অবাধ সুষ্ঠু নির্বাচন করে জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা তুলে দেওয়া। তবে যে জঞ্জাল আওয়ামী লীগ সরকার রেখে গেছে সেটাকে দূর করতে অবশ্যই কিছু সময় দরকার। একটি সঠিক সুন্দর নির্বাচন করতেও একটা সময়ের দরকার।

সেই সময় অবশ্যই এ দেশের মানুষ অন্তর্বর্তীকালীন সরকারকে দেবে।’ অন্তর্বর্তীকালীন সরকার গত ১১ দিনে যেসব পদক্ষেপ নিয়েছে তারও ভ‚য়সী প্রশংসা করেন বিএনপি মহাসচিব।

বিএনপি নেতারা মনে করছেন, হাজারও ছাত্র-জনতার মৃত্যু এবং রক্তের বিনিময়ে ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের নির্মম পতন হয়েছে।

বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। তবে মানুষের মনে দীর্ঘ ১৬ বছরে শেখ হাসিনার নিষ্ঠুর নির্যাতন-নিপীড়নের ক্ষত রয়ে গেছে। তাই বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণ না করার নীতিগতভাবে সিদ্ধান্ত হয়। এক্ষেত্রে নিহত ছাত্র-জনতার কবর জিয়ারত, দোয়া মাহফিল এবং হতাহতদের পরিবারের খোঁজ নেওয়াসহ বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে রাজপথে থাকার বিষয়ে আলোচনা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 bdnews theme