1. khaborsobsomoy@gmail.com : admin :
  2. ithostseba20@gmail.com : sonia aktar : sonia aktar
২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ| ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| রাত ২:১৮|

এবার হতাশা প্রকাশ করে যা বললেন কঙ্গনা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৫, ২০২৪,
  • 64 Time View

 বিনোদন ডেস্ক :

বলিউডে প্রথম দিকের দিনগুলো মোটেই সুখকর ছিল না অভিনেত্রী কঙ্গনা রানাউতের। কোঁকড়ানো চুলের জন্য তাকে কটাক্ষ শুনতে হয়েছিল।

ধারাবাহিকভাবে বাধার সম্মুখীন হতে হতে তার উপলব্ধি হয়েছিল, অন্য অভিনেত্রী ও তাদের সাজ নকল করার চেষ্টা তাকে বাড়তি কোনো সুবিধা এনে দেবে না। যদিও কোঁকড়ানো চুল নিয়ে কটাক্ষ শুনে থাকার পাত্র ছিল কঙ্গনা রানাউত।

কিন্তু আবারও ঝামেলায় পড়লেন এ অভিনেত্রী। এবার তার ‘ইমার্জেন্সি’ সিনেমা মুক্তির দিন-তারিখ ঠিক করার পরও হাই কোর্টের বাধার মুখে এখনই মুক্তি পাচ্ছে না ছবিটি।
বোম্বে হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন নির্মাতারা। এবার ফুঁসে উঠলেন কঙ্গনা রানাউত। এখনই মুক্তি পাচ্ছে না ‘ইমার্জেন্সি’। হতাশ কঙ্গনা মাথা ঠান্ডা রাখতে পারছেন না আর! বুধবার বোম্বে হাইকোর্টের রায়ের পর ফুঁসে উঠলেন তিনি।

কঙ্গনা বলেন, সবাই মিলে আমাকে নিশানা করছে। যখন একটা ঘুমন্ত দেশকে জাগিয়ে তুলতে হয়, এই মূল্যগুলো দিতেই হয়। আমি কী নিয়ে কথা বলছি, কেউ বুঝতেই পারছে না।

কঙ্গনা রানাউত অভিনীত ও পরিচালিত ছবি ‘ইমার্জেন্সি’ নিয়ে বিতর্কের জট কাটতেই চাইছে না। ৬ সেপ্টেম্বর ছবি মুক্তির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। এই ছবি মুক্তির অনুমতি দেয়নি সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন। সেন্সর বোর্ড নির্বিচারে, বেআইনিভাবে আটকে দিচ্ছে ‘ইমার্জেন্সি’র ছাড়পত্র— অভিযোগ ছবি নির্মাতার। সেই কারণে বোম্বে হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন নির্মাতারা। যদিও তাতে খুব সুবিধা করে উঠতে পারেনি ছবিটি।

এ ছবিতে ইন্ধিরা গান্ধীর প্রধানমন্ত্রী থাকাকালীন সময়কেই তুলে ধরছেন কঙ্গনা। নিজেই অভিনয় করছেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রীর চরিত্রে। কিন্তু ছবিতে শিখ সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত লাগছে বলে ইতোমধ্যে আইনের দ্বারস্থ হয়েছে শিরোমণি অকালি দলসহ বেশ কিছু শিখ সংগঠন। হুমকি পেয়েছেন স্বয়ং কঙ্গনা। যার ফলে ছাড়পত্র দেয়নি সেন্সর বোর্ড।

এ সিদ্ধান্তের বিরুদ্ধে বোম্বে হাই কোর্টে বিচারপতি বিপি কোলাবাওয়ালা এবং ফিরদোস পুনিওয়ালার ডিভিশন বেঞ্চে মামলা করা হয়েছে। ছবি নির্মাতাদের দাবি, ছাড়পত্র থাকা সত্ত্বেও মুক্তির অনুমতি পাওয়া যাচ্ছে না। এ দিন সেন্সর বোর্ডের আইনজীবী অভিনব চন্দ্রচূড়কে জবাব দেওয়ার কথা জানিয়েছিল ডিভিশন বেঞ্চ। বুধবার ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, ছবি নিয়ে মধ্যপ্রদেশ হাই কোর্ট যে নির্দেশ দিয়েছে, তার বাইরে তারা কিছু বলতে পারবে না। একই সঙ্গে সিবিএফসিকে হাই কোর্ট নির্দেশ দিয়েছেন— আগামী দুই সপ্তাহ, অর্থাৎ ১৮ সেপ্টেম্বরের মধ্যে ‘ইমার্জেন্সি’র প্রশংসাপত্র নিয়ে তাদের সিদ্ধান্ত চূড়ান্ত করতে।

এর পরই মুখ খোলেন কঙ্গনা। মান্ডির বিজেপি সংসদ সদস্য নিজের এক্স হ্যান্ডেলে লেখেন— ঘুমন্ত দেশকে জাগিয়ে তোলার মূল্য দিতে হচ্ছে। কঙ্গনা বলেন, সবাই মিলে আমাকে নিশানা করছে। যখন একটা ঘুমন্ত দেশকে জাগিয়ে তুলতে হয়, এই মূল্যগুলো দিতেই হয়। আমি কী নিয়ে কথা বলছি, কেউ বুঝতেই পারছে না। আমি কেন বিচলিত, কেউ বুঝতে পারছে না। কারণ তারা শান্তি চান। তারা কোনো পক্ষ নিতে চান না। সবাই ঠান্ডা মাথায় বসে থাকতে চান।

উল্লেখ্য, কঙ্গনা রানাউত অভিনীত, পরিচালিত ও প্রযোজিত সিনেমা ‘ইমার্জেন্সি’ ছবিতে কঙ্গনা রানাউত ছাড়াও থাকছেন অনুপম খের, মহিমা চৌধুরী, মিলিন্দ সোমান, শ্রেয়স তালপাড়ে প্রমুখ। থাকছেন প্রয়াত অভিনেতা সতীশ কৌশিকও। জি স্টুডিওজ এবং মণিকর্নিকা ফিল্মস এ ছবিটি প্রযোজনা করেছে। ভারতের অন্যতম অশান্ত সময়কে তুলে ধরা হয়েছে এ ছবিটিতে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 bdnews theme