আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হলেন তাজুল ইসলাম
Reporter Name
Update Time :
রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪,
57 Time View
খবর সবসময় প্রতিবেদন :
অ্যাডভোকেট তাজুল ইসলামকে চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) আইন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। পরে শনিবার (৭ সেপ্টেম্বর) এ তথ্য জানা যায়।
প্রজ্ঞাপনে বলা হয়, অ্যাডভোকেট তাজুল ইসলাম অ্যাটর্নি জেনারেলের সমমর্যাদা ভোগ করবেন। তাজুল ইসলাম ছাড়াও ট্রাইব্যুনালে আরও চার আইনজীবীকে প্রসিকিউটর পদে নিয়োগ দেয়া হয়েছে।
এরা হলেন: মিজানুল ইসলাম (অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল পদমর্যাদা), গাজী মোনাওয়ার হুসাইন তামিম (ডেপুটি অ্যাটর্নি জেনারেল), বি এম সুলতান মাহমুদ (ডেপুটি অ্যাটর্নি জেনারেল), আব্দুল্লাহ আল নোমান (সহকারী অ্যাটর্নি জেনারেল)।
এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।
এদিকে গত সপ্তাহেই ট্রাইব্যুনাল এবং ছাত্র-জনতার ওপর গণহত্যার বিচার নিয়ে অ্যাডভোকেট তাজুল ইসলামের সঙ্গে কথা বলে গনমাধ্যম। সে সময় তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই শেখ হাসিনাসহ আসামিদের বিচার সম্ভব। তবে এর আগে আইনে সংশোধনী আনতে হবে।