1. khaborsobsomoy@gmail.com : admin :
  2. ithostseba20@gmail.com : sonia aktar : sonia aktar
২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ| ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| রাত ১২:৪৯|

জিম্মি মুক্তির দাবিতে উত্তাল ইসরাইল, তেল আবিবের রাস্তায় ৭ লক্ষাধিক বিক্ষোভকারী

Reporter Name
  • Update Time : রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪,
  • 49 Time View

 আন্তর্জাতিক ডেস্ক:

ফিলিস্তিনের গাজা উপত্যকায় বন্দি বাকি জিম্মিদের মুক্তির লক্ষ্যে হামাসের সাথে চুক্তির দাবিতে ইসরাইলে বিক্ষোভ অব্যাহত রয়েছে। কয়েকদিনের বিক্ষোভের ধারাবাহিকতায় রোববার (৮ সেপ্টেম্বর) রাজপথে নেমেছেন ৭ লক্ষাধিক ইসরাইলি। রাজধানী তেল আবিবের কেন্দ্রে অবস্থান নিয়েছেন তারা। এতে তেল আবিব কার্যত অচল ও স্থবির হয়ে পড়েছে।

আল জাজিরার খবরে বলা হয়েছে, রোববারের বিক্ষোভ ইসরাইলের সর্বকালের বৃহত্তম বিক্ষোভগুলোর একটা। তাদের দাবি, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে গাজায় বন্দি ইসরাইলিদের মুক্ত করার জন্য হামাসের সাথে অবশ্যই চুক্তি করতে হবে।

ইসরাইলি সেনাবাহিনী গত সপ্তাহে দক্ষিণ গাজার একটি সুড়ঙ্গ থেকে ছয় বন্দির লাশ উদ্ধার করার ঘোষণা দেয়ার পর সৃষ্ট ক্ষোভ ও হতাশা থেকে এই বিক্ষোভের শুরু। যা গত কয়েকদিনে তীব্র থেকে তীব্র হয়ে উঠেছে।
 
গত ৩১ আগস্ট ছয় জিম্মির লাশ উদ্ধারের পর ইসরাইলজুড়ে নতুন করে বিক্ষোভ শুরু হয়। ডাকা হয় দেশজুড়ে ধর্মঘট। গাজা যুদ্ধ শুরুর পর ইসরাইলে এত বড় ও ব্যাপক বিক্ষোভ আগে কখনও হয়নি।
 
হামাসের হাতে জিম্মি ইসরাইলিদের পরিবারের সদস্যরা এবং তাদের প্রতিনিধিত্বকারী দলগুলো বলছে, জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে পারে এমন একটি যুদ্ধবিরতি চুক্তি নিশ্চিত করতে নেতানিয়াহু ও তার সরকার ব্যর্থ হয়েছে।
 
বছরের পর বছর ধরে ফিলিস্তিনি ভূমি জবরদখল এবং সেই ভূমির আদি বাসিন্দা ফিলিস্তিনিদের ওপর নজিরবিহীন নির্যাতন ও নিপীড়ন চালাচ্ছে দখলদার ইসরাইল। এর জবাবে গত বছরের ৭ অক্টোবর ইসরাইলে হামলা চালায় গাজাভিত্তিক ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস।
 
হামলার পর ওইদিন ২৫১ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়। এরপরই গাজায় আগ্রাসন শুরু করে হানাদার ইসরাইলি বাহিনী। গত বছরের নভেম্বরে এক সপ্তাহের যুদ্ধবিরতির সময় বেশ কয়েকজন জিম্মিকে মুক্তি দেয়া হয়। এছাড়া বিভিন্ন সময় জীবিত ও মৃত অবস্থায় বেশ কিছু জিম্মিকে উদ্ধার করে ইসরাইলি সেনারা।
 
ইসরাইলি সেনাবাহিনী বলছে, গাজায় হামাসের হাতে এখনও ৯৭ জিম্মি আছেন। আর মোট মৃত্যু হয়েছে ৩৩ জিম্মির। বিক্ষোভকারীদের অভিযোগ, গাজা থেকে জিম্মিদের নিরাপদে ফিরিয়ে আনতে চুক্তিতে উপনীত হতে বারবার ব্যর্থ হয়েছেন নেতানিয়াহু। এখনও যারা জিম্মি আছেন, তাদের মুক্ত করতে তার সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেয়া হচ্ছে না।
 
বিক্ষোভকারীদের দাবি, গাজায় থাকা বাকি জিম্মিদের প্রাণ রক্ষায়, তাদের নিরাপদে ইসরাইলে ফিরিয়ে আনার জন্য নেতানিয়াহু সরকার তার বর্তমান অবস্থান বদল করুক। সরকার দ্রুত একটি চুক্তি করুক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 bdnews theme