আন্তর্জাতিক ডেস্ক:
আন্দোলন জোরদারের প্রতিশ্রুতি দিয়ে, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) রোববার (৮ সেপ্টেম্বর) দলটির প্রতিষ্ঠাতা ইমরান খানের মুক্তির জন্য দুই সপ্তাহ সময় বেধে দিয়েছে। এদিন রাজধানী ইসলামাবাদের উপকণ্ঠে বিশাল সমাবেশ করেছে পিটিআই, যেখানে পুলিশের সঙ্গে ঘটেছে সংঘর্ষের ঘটনাও।
সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, সাংজানি এলাকায় অনুষ্ঠিত সমাবেশে পিটিআই সমর্থকদের উদ্দেশে বক্তব্য দেয়ার সময় এই আল্টিমেটাম দেন খাইবার পাখতুনখোয়ার (কেপি) মুখ্যমন্ত্রী আলী আমিন গন্ডাপুর।
পিটিআই-এর প্রতিষ্ঠাতাকে যদি এক থেকে দুই সপ্তাহের মধ্যে আইন মেনে মুক্তি না দেয়া হয়, আমরা নিজেরাই তাকে মুক্ত করব।
এর আগে জনসভা শুরু হয় পিটিআই নেতা হাম্মাদ আজহারের জনতার উদ্দেশে দেয়া ভাষণের মাধ্যমে। যেখানে তিনি বলেন,
সমাবেশে ক্ষমতাসীন শাসকদের বাধা প্রমাণ করে যে তারা বন্দী ইমরান খান এবং তার সমর্থকদের ভয় পায়।
আমরা এক সপ্তাহের মধ্যে খাইবার পাখতুনখোয়া থেকে ৫০ হাজার লোক নিয়ে পাঞ্জাবে প্রবেশ করব।
সংবিধান সংস্কার ও আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠারও আহ্বান জানিয়েছেন মুহাম্মদ আলি খান।